..

আপনার ইউএসবি পোর্টের সিকিউরিটি'র জন্য USB Disk Security 6 bditnews24.tk

0

ইউএসবি পোর্টের সিকিউরিটি'র জন্য


ভাইরাসের মাধ্যমে সিস্টেম ইনফেক্টেড হওয়ার অন্যতম প্রধান গেটওয়ে হচ্ছে ইউএসবি পোর্ট এবং এর বাহক হচ্ছে সাপোর্টেড ইউএসবি ড্রাইভ। এটাকে নিয়ন্ত্রন করা মানেই ভাইরাস থেকে সিংহভাগ পরিত্রান পাওয়া। আর, সিস্টেমের বাদবাকি সিকিউরিটি নিজের অভিজ্ঞতা এবং আর সচেতনতা দিয়ে রক্ষা করা সম্ভব। কিন্তু এটা আমরা সবসময় পারি না বলেই এন্ট্রি-ভাইরাস ব্যবহার করি।
আবার অনেক সময় এন্টি-ভাইরাসও ইউএসবি'র মাধ্যমে ছড়ানো ভাইরাস সনাক্ত করতে পারে না কিংবা সনাক্ত করলেও পুরোপুরি মুছে ফেলতে পারে না।



* ইউএসবি স্টোরেজ বা মিডিয়া'র মাধ্যমে যে কোন ধরনের থ্রেটস/ম্যালওয়্যার/অটোরান/ভাইরাস থেকে ১০০% সুরক্ষা
* অনাকাংখিত কোন ব্যক্তির হাত থেকে ডাটা চুরি প্রতিরোধ করা
* অফ-লাইন কম্পিউটারকে সুরক্ষা দেওয়ার জন্য এটাই হলো সেরা সমাধান
* কার্যক্ষেত্রে দ্রুত কিন্তু সিস্টেম রিসোর্স ব্যবহার করে খুবই সামান্য
* অন্যান্য সিকিউরিটি সফটওয়্যারের সাথে কম্প্যাটিবল
* ফ্রি আপডেটস ইত্যাদি....

DOWNLOAD: USB Disk Security 6 | 4.5 MB লেটেস্ট

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন