ইউএসবি ড্রাইভের সিকিউরিটি
* পোর্টেবল সিকিউরিটি : যে কোন জায়গায় এটা বহনযোগ্য এবং যে কোন পিসিতে চালানো যাবে। এ্যাডমিনিস্ট্রেটর রাইট থাকার দরকার নাই।
* চুরি প্রতিরোধক: যেহেতু পাসওয়ার্ড দিয়ে আপনার ডাটা প্রটেক্ট করা আছে তাই আপনার ড্রাইভ হারানো গেলেও চিন্তিত হওয়ার কিছু থাকবে না।
* পাসওয়ার্ড প্রটেক্ট ইউএসবি ড্রাইভ: আপনার ডাটা সম্পূর্ণ লিক প্রুফ থাকবে । তাই অতি গোপনীয় কোন ডাটা নিয়ে অযথা টেনশন করার কিছু রইল না। পাসওয়ার্ড ছাড়া এ্যাকসেস করা সম্ভব না।
* প্লাগ এন্ড প্লে, অটোমেটিক ডিটেকশনস, ফাস্ট এবং নির্ভরযোগ্য।
DOWNLOAD: USB Secure 1.6 | 1.3 MB লেটেস্ট


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন