পিসি সামনে বসে কাজ করতে করতে অথবা অবসরে অনলাইনে বাংলা ভাষার প্রায় সবগুলো ইন্টারনেট রেডিও থেকে গান, সংবাদ, লাইভ অনুষ্ঠান শোনার জন্য এটা একটা অসাধারণ রেডিও প্লেয়ার। এই লাইট ওয়েট দূর্দান্ত এ্যাপ্লিকেশনটি বানিয়েছেন 'পিওরজটিল'।বাংলা ভাষার প্রচলিত ইন্টারনেট রেডিওগুলো যেমন রয়েছে, আছে বাংলাদেশ বেতার, বিবিসি বাংলা, ওয়াশিংটন রেডিও, টেকনোলজি বিষয়ক রেডিও "রেডিও টেকভিশন" কিংবা ক্যাম্পাস রেডিও সহ আরও অনেক রেডিও চ্যানেল।
ডাউনলোড করুন আর অনলাইনে শুনতে থাকুন
Purejotil_Bangla_Internet_Radio_Player_v3 | 1.4 MB


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন