আমরা অনেকে পিসি ব্যবহার করি কিন্তু অনেক কিছু এড়িয়ে যায় । কোন সফটওয়্যার ছাড়া scrrenshot নেওয়ার কথা শুনলে হাসবে J । অনেকে হয়ত জানেন না যে কীবোর্ড-এর ডানপাশে উপরে তিনটি বাটন আছে তার মধ্যে একটির নাম PrtSc SysRq ।


এটি একবার চেপে আপনি যদি পেইন্ট-এ পেস্ট করেন তাহলে scrren এ অবস্থিত ছবিটি দেখতে পারবেন । কীবোর্ড ভেদে বাটনের স্থান পরিবর্তন হতে পারে ।
এভাবে বিভিন্ন স্ক্রীনশট তুলে টিউটোরিয়াল-এ ব্যবহার করতে পারেন ।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন