আনড্রয়েড ফোন দ্বা
রা ইন্টারনেট সংযুক্ত করার জন্য অনেকের সমস্যায় পড়তে হয় । Nokia, LG, Motorolla, Sonyricsson এর নিজস্ব PC Suite রয়েছে ।এছাড়া এগুলো নিজস্ব ব্র্যান্ডের সব প্রায় মডেল সাপোর্ট করে । কিন্তু যারা Samsung ব্যবহার করেন তারা জানেন এর কিছু মডেল এর জন্য একটি PC suite এবং অন্য মডেলের জন্য PC suite যেমন : Samsung fixed operating system(Java) গুলো পিসিতে সংযুক্ত করতে PC studio 3.2 নামে সফটওয়্যারটি ব্যবহার করতে হত , আর যারা Windows কিংবা symbian ব্যবহার করত তাদের লাগতো New PC studio নামক সফটওয়্যার । আর যারা Android ব্যবহার করছেন তারা ব্যবহার করেন Kies নামে একটি
নেওয়া যায় । এছাড়া অন্য কিছু করা যায় না ।এ সমস্যার আমি নিজেও একজন ভুক্তভোগী । তবে আপনাদের আর ভুগতে হবে না । কেননা আমি একটি পধতি বের করে ফেলেছি যেটি অনেক কাজের ! ।
এখানে tutorial হিসাবে Samsung GT-S5360 [Galaxy Y] ব্যবহার করা হয়েছে।
নির্দেশনা
১ প্রথমত Google play হতে PDANet free নামক সফটওয়্যারটি নামিয়ে নিন এবং সেটআপ দিন । এরপর ওপেন করুন মেসেজ দিবে >> যে আপনি PC version PDANet সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
এখন ব্রাউজার দিয়ে টেস্ট করুন ।
সারসংক্ষেপ
সবশেষে একটি কথা না বললেই নয় , সেতি হচ্ছে আমি এটির জন্য Customer care এ গিয়েছিলাম কিন্তু তারা কোন সমাধান দিতে পারেনি । এরপর Samsung Canada wesite এ chat করলাম তারা বলল Canada এর বাইরে কাউকে সমাধান দিতে পারবেনা । Samsung সাইট এর এবার ইন্ডিয়ায় গেলাম (যেহেতু বাংলাদেশ এর সাইট নেই ! ) । সবশেষ google এর কাছে সমাধান পেলাম , ৮ থেকে ১০ টি ব্লগ সাইট ঘেঁটে অবশেষে সমাধান টি পেলাম । সেটি আপনাদের কাছে খুব সহজ করে তুলে ধরলাম ।
আশা করি সবার আপনাদের(ভুক্তভোগী) কাজে লাগবে ।
সফটওয়্যার দুটি একসাথে Download করুন ।
3 comments:
Thank You
ধন্যবাদ
ami phn a install korsi bt pc te install hosse na. thunder bird driver error dekhasse. eta kivabe solve korbo. plz janaben.
একটি মন্তব্য পোস্ট করুন